শিরোনাম

অপূর্ব রানার ইনোসেন্ট লাভ

 

 

মুক্তি পেয়েছে গুনি পরিচালক অপূর্ব রানার ইনোসেন্ট লাভ। ২২ ডিসেম্বর সারাদেশে প্রেক্ষাগৃহ ছবি একযোগে মুক্তি পায়।  এতে অভিনয় করেছেন নবাগত জেফের বিপরীতে জনপ্রিয় নায়িকা  পরী মণি। নতুন লোকশন, নতুন ধারার গল্প ও নতুনদের নিয়ে ভীন্নতা আনতে চেয়েছেন অপূর্ব  রানা।

অপুর্ব রানা ছবিটি সম্পর্কে বলেন আমরা মুক্তি দিচ্ছি পরী মণির আরেকটি ছবি ‘‌ইনোসেন্ট লাভ’। একেবারেই প্রেমনির্ভর একটি ছবি, আশা করি দর্শক ছবিটি পছন্দ করবেন।” মুক্তির পর   ছবিটি দারুণ সংগীত ও কাহিনী নিয়ে দর্শকের প্রশংসা কুড়িয়েছে

Be the first to comment on "অপূর্ব রানার ইনোসেন্ট লাভ"

Leave a comment

Your email address will not be published.


*