মাহবুব আলম জয় : এদেশে এখনো ভাল মানুষ আছে বলে দেশটা এতো সুন্দর। নিজের প্রতি অর্পিত দায়িত্ব পালনে কজনই বা দৃষ্টি ভঙ্গি বদলাতে পারে। সম্প্রতি নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারী ইকোনোমিক রিলেশন ডিভিশন,মিনিষ্ট্রি অফ ফাইন্যান্স কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী গাড়িতে অফিসে যাওয়ার তোয়াক্কা না করে বাইসাইকেলে করে সময়ে অফিসে পৌছাচ্ছেন। এটি অনেক বড় ইতিবাচক বিষয়। আসিফ আনাম সিদ্দিকী এর আগে মুন্সীগঞ্জে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব পালন করেন। এদিকে এই বিষটিকে সাধুবাদ জানিয়ে তার জেষ্ঠ্য কর্মকর্তা আহমেদ সৈকত ফেসবুক আইডিতে একটি পোষ্ট করেন। এটি ফেসবুকে ভাইরাল হয়ে উঠে। তার পোষ্টটি হুবহু তুলে ধরা হলো :
আসিফ আনাম সিদ্দিকী, আমার অনুজ সহকর্মী! একাগ্রতা ও নিষ্ঠার সহিত অর্পিত দায়িত্ব ভালভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করে থাকে! রোহিংগা ক্যাম্পে একসাথে চাকরি করার সুবাদে আমার এই উপলদ্ধি! সম্প্রতি আমাদের দুজনের ই আর ডি তে একসাথে পদায়ন হওয়ায় আরো কাছ থেকে দেখছি!
ঢাকার রাস্তায় আমরা জ্যাম ঠেলে গাড়ী করে অফিসে যখন ই পোঁছাই না কেন সব দোষ এই ঢাকার রাস্তার!
গাড়ীর তোয়াক্কা না করে এই কর্মকর্তা মুল রাস্তা বাইপাস করে সঠিক সময়ে অফিসে পৌছাচ্ছেন সুন্দর একটি বাইসাইকেল চেপে!
পরিবর্তন সাধুবাদ!
Be the first to comment on "ঢাকার যানজট এড়িয়ে যথা সময়ে অফিসে পৌছাতে সরকারী কর্মকর্তার বাইসাইকেল"