মাহবুব আলম জয় : সদরের রামপালে ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে দোয়া মাহফিল ও ইসলামী জলসা হয়েছে। মঙ্গলবার বাদ আসর ধলাগাঁও বাজার আলী আকবর সুপার মার্কেট ছাদে রামপাল ইউনিয়ন জাকের পার্টি এই আয়োজন করে। এ সময় হযরত মোহাম্মদ সা: এর শানে দরুদ পড়ে দোয়া কামনা করা হয়। এতে ওয়াজ করেন হযরত মাওলানা মুফতি আলহাজ্ব আবু জাফর ছালে বিন হেলালী, হযরত মাওলানা হোসেন আহম্মেদ আতিকি ও মাওলানা মাইনুল ইসলাম বিক্রমপুরী প্রমূখ। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টি সভাপতি মো: আব্দুল সাত্তার মন্ডল। রামপাল ইউনিয়ন জাকের পার্টি সভাপতি মো: ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: আবুল হোসেন মন্ডল,মো: আ: জলিল সিকদার, মো: নজরুল ইসলাম ও মোখলেসুর রহমান বেপারী প্রমূখ। এ সময় এই ইসলামী জলসায় জাকের পার্টির লোকজন ছাড়াও বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ ওয়াজ শুনতে আসেন।
Be the first to comment on "রামপালে জাকের পার্টির ইসলামী জলসা"