ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মুন্সীগঞ্জ শহরের এভিজেএম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিত্যরঞ্জন দেবনাথকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের দেওভোগের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
গতকাল দুপুরে দশম শ্রেণির এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে অশ্নীল কথা ও কুপ্রস্তাবের ফোন রেকর্ডিংয়ের সিডিসহ পুলিশ সুপার বরাবর অভিযোগ দাখিল করে।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই ছাত্রী ষষ্ঠ শ্রেণি থেকে এই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে আসছিল। এক বছর ধরে সে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। গত ১০ ডিসেম্বর প্রাইভেট পড়ার সময় গণিত খাতায় ছোট চিরকুট লিখে দেয়, ‘ভালো থাকিস, ফোন দিস যখন একা থাকিস।’
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগেও ওই শিক্ষক অপর এক ছাত্রীর সঙ্গে এমন ব্যবহার করে। কিন্তু তথ্য-প্রমাণের অভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। তাই কথা রেকর্ডিং করার জন্য শিক্ষকের মোবাইলে ফোন দেওয়া হয়। এতে সে অশ্নীল কথা বলার পাশাপাশি কুপ্রস্তাবের কথা রেকর্ডিং হয়। এসআই সঞ্জয় কুমার বসাক জানান, ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আটক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করছেন।
সমকাল
Be the first to comment on "ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে মুন্সীগঞ্জে শিক্ষক আটক"