শিরোনাম

মিরকাদিমে ইজতেমায় লাখো মুসল্লীর জুম্মা আদায়, ইতিহাস রেকর্ড

 

মাহবুব আলম জয় :   মিরকাদিমের ধলেশ্বরী তীরে  ইজতেমা ময়দানে মুন্সীগঞ্জের ইতিহাসের সবচেয়ে বৃহত্তম জুম্মা জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এই জুম্মা নামাজে অংশ নেয় লাখো মুসল্লী।  এর আগে মুন্সীগঞ্জে এতো বড় জুম্মা জামাত হয়নি।  দ্বীনের মেহনতে লাখো ধর্মপ্রাণ মুসল্লী মিরকাদিম পৌর কার্যালয় আশে পাশে সহ ৪ টি মাঠ ইজতেমায়  সমবেত হন। জুম্মা নামাজ পড়ার জন্য শুক্রবার সকাল থেকে মুসল্লীদের সংখ্যা বাড়তে থাকে। বৃহস্পতিবার  বিকাল থেকে মুসল্লীর সংখ্যা বাড়তে থাকে। এতে বিভিন্ন দেশের অর্ধ শতাধিক  বিদেশী নাগরিকও ইজতেমায় অংশ নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।। তাদেরকে আলাদা ভাবে বিশেষ মর্যাদায় রাখা হয়েছে। শুক্রবার ইজতেমা এলাকা পরিদর্শন করেন  মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড. মৃনাল কান্তি দাস,  পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম,  অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান,কাজী লিমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শওকত আলম মজুমদার,  মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, মুন্সীগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিপ্লব। ওসি আলমগীর হোসেন  ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগবৃন্দ।

বয়ানে মারকাজের মুরব্বি বলেন, হযরত মোহাম্মদ সা: এর দেখানো পথে জীবনযাপন করলে ইহকাল ও পরকালের কল্যাণ হবে। আল্লাহর ভয়ভীতি মনের মধ্যে রাখতে হবে। এসময় ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

জেলা প্রশাসক সায়লা ফারজানা ইজতেমার সার্বিক বিষয়ে  খোঁজ খবর নেন। মানবের কল্যাণে তিনি সকলকে কাজ করার আহবান জানান।  এদিকে ইজতেমার মুরব্বি জুম্মা পড়ান। এতে লাখো মুসল্লীর সাথে জুম্মা নামাজ আদায় করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, ওসি মো: আলমগীর হোসেন,ডিবি ওসি মো: ইউনুস আলী, ডি.আই ১মো: নজরুল ইসলাম, ইজতেমা কমিটির সভাপতি মো: ফয়জুল হক, ইজতেমা মুরব্বী ডা: মো: সিরাজুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গ।  মুসল্লীদের জন্য ময়দানে কঠোর নিরাপত্তায় চারটি খিত্তায় অবস্থান করা মুসল্লীদের আগমনে এক নতুন রূপে রূপ নিয়েছে মিরকাদিমের ধলেশ্বরী তীর।

Be the first to comment on "মিরকাদিমে ইজতেমায় লাখো মুসল্লীর জুম্মা আদায়, ইতিহাস রেকর্ড"

Leave a comment

Your email address will not be published.


*