স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের মিরকাদিমের ধলেশ্বরী পাড়ে ৩ দিন ব্যপি ইজতেমাকে ঘিরে পুলিশ প্রশাসনের ব্যপক নিরাপত্তা নেয়া হয়েছে। এদিকে বুধবার বিকালে ইজতেমাতে আসতে শুরু করা লাখো মুসল্লীদেরকে অভিনন্দন জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম ।বুধবার বিকালে আলোকিত মুন্সীগঞ্জকে স্বাক্ষাৎকারে তিনি বলেন, তিন দিনব্যাপী এই ইজতেমা সফল করার জন্য সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে ইজতেমা এলাকা। সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার দ্বারা পুরো এলাকা মনিটরিং করা হবে।।আল্লাহর রহমতে ইজতেমা সফল হবে। এ সময় তিনি ইজতেমার সকল মুসল্লীদেরকে অভিনন্দন জানায়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে ইজতেমার লাখো মুসল্লীকে পুলিশ সুপারের অভিনন্দন"