ডেস্ক : ৬ই ডিসেম্বর ১৭ বুধবারঃ আগামীকাল বৃহস্পতিবার থেকে মিরকাদিম পৌরসভাস্থিত ধলেশ্বরী,ইছামতী নদীর তীরবর্তী মাঠে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী মুন্সীগঞ্জ জেলার আঞ্চলিক ইজতেমা শুরু হচ্ছে। প্রায় একমাস যাবত ইজতেমা সফল করতে ইজতেমা আয়োজক কমিটি কাজ করে যাচ্ছে, এবং প্রস্তুতির কাজ সম্পুর্ণ বলা চলে, মিরকাদিমের মেয়র শহিদুল ইসলাম শাহিন সার্বক্ষণিক কাজের অগ্রগতি সম্পর্কে নজর রাখছেন। ইতিমধ্যে জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ প্রশাসনিক ব্যাক্তিবর্গ একাধিকবার এলাকাটি পরিদর্শন করেছেন, খোঁজ খবর নিয়েছেন, শান্তিপুর্ণভাবে ইজতেমা আয়োজনের প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়েছেন। বুধবার দুপুরে ইজতেমা মাঠ পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান,জেলা আওয়ামী লীগ সভাপতি,বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার আলহাজ্ব মোঃ মহিউদ্দিন। তাকে স্বাগত জানান পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন,মেয়র সাহেব জননেতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিনকে ইজতেমার সব আয়োজন ঘুরে ঘুরে দেখান,এবং আলহাজ্ব মোঃ মহিউদ্দিন ইজতেমার আয়োজনে কর্মরত লোকজনের সাথে কথা বলেন,তিনি ইজতেমায় আগত সকল মুসল্লিদের নিরাপত্তা এবং সকল প্রকার দেখভাল করার জন্য আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ব্যাক্তিবর্গ ও মেয়র সাহেবকে অনুরোধ করেন।এই সময় আরও উপস্থিত জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামালউদ্দিন আহাম্মেদ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, কাউন্সিলার আব্দুল মজিদসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলার ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
Be the first to comment on "মিরকাদিমে ইজতেমা মাঠ পরিদর্শন করলেন মোঃ মহিউদ্দিন"