শিরোনাম

রামপালে জমে উঠেছে ফুটবল কাপ টুর্নামেন্ট

{"total_draw_time":0,"uid":"69f7b094-5c4f-430f-a230-359edebacbbd","layers_used":0,"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","effects_applied":0,"brushes_used":0,"total_effects_time":0,"total_draw_actions":0,"total_editor_actions":{"border":1},"longitude":-1,"total_effects_actions":0,"latitude":-1,"tools_used":{"crop":1},"fte_image_ids":[],"total_editor_time":58}

রানা মাসুদ : সদরের রামপালে জমে উঠেছে প্রগতি সংঘ আয়োজিত রামপাল ফুটবল কাপ টুর্নামেন্ট। রবিবার শেষ হয়েছে খেলার দ্বিতীয় রাউন্ড পর্ব। রামপাল হাই স্কুল মাঠে দ্বিতীয় রাউন্ডের এই খেলায় ছিল বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি। এতে

দ: দেওসার যুব সংঘ বনাম মুরমা বয়েজ ক্লাব  প্রতিদন্ধিতা করে। এতে খেলায় প্রথমার্দে ও দ্বিতীয়ার্দে ১-১ গোলে ড্র  হয়। পরে ট্রাইবেকারে ৪- ৩ গোলে দ: দেওসার যুব সংঘ বিজয়ী হয়। এ সময়   খেলাটি উপভোগ  করেন রামপাল ইউনিয়ন চেয়ারম্যান হাজী মো: বাচ্চু শেখ, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাইফুল ইসলাম সবুজ,

 

রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সাইফুদ্দিন, মিরকাদিম পৌর কাউন্সিলর আ: মজিদ, মুন্সীগঞ্জ  জাতীয় অনলাইন প্রেসক্লাবের  সভাপতি আব্দুস সালাম, এড. আবু হানিফ রানা, ক্রীড়া সংগঠক সাহাবুদ্দিন ও আলোর প্রতিমা সস্পাদক  মাহবুব আলম জয় প্রমূখ।খেলা পরিচালনা করেন রামপাল প্রগতি সংঘ টুর্নামেন্টের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান রিপন ও সাংগঠনিক  সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

Be the first to comment on "রামপালে জমে উঠেছে ফুটবল কাপ টুর্নামেন্ট"

Leave a comment

Your email address will not be published.


*