স্টাফ রিপোর্টার : নিরাপদ সড়ক আমাদের কাঙ্খিত দাবি। সড়ক দুর্ঘটনায় অকালে আর যেনন কোন প্রাণ ঝরে না যায় তাই আমাদেরকে কাজ করতে হবে। এই লক্ষে কেন্দ্রীয় নিরাপদ সড়ক চাই কমিটির তত্ত্বাবধানে প্রতিটি জেলা উপজেলায় নিরাপদ সড়ক কমিটি কাজ করছে। নিরাপদ সড়ক চাই কমিটির ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোকিত মুন্সীগঞ্জের এক স্বাক্ষাৎকারে এক কথা বলেন মুন্সীগঞ্জ জেলা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি মাসুদ ফকরী খোকন। তিনি বলেন, দীর্ঘ ২৪ বছর যাবৎ এই সংগঠনটি নিরাপদ সড়কের জন্য অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন। এদেশে প্রতিনিয়ত অনেক মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি এই শ্লোগানে সকলকে কাজ আহবান জানান মাসুদ ফকরী খোকন।
Be the first to comment on "নিরাপদ সড়ক আমাদের কাঙ্খিত দাবি"