শিরোনাম

মিরকাদিমে পৌর যুব মহিলা লীগের কর্মি সম্মেলন

 

আইরিন আক্তার :  মিরকাদিমে পৌর যুব মহিলা লীগের কর্মী সম্মেলন  হয়েছে। শনিবার বিকাল ৩ টায় রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরকাদিমের পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন। এতে মুন্সীগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা আক্তার লিপির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় যুব মহিলা লীগের  সহ সভাপতি আফরোজা বিন্তে মুনসুর, কেন্দ্রীয়  জন শক্তি ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক সারমীন আলম আরজু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদা খানম প্রমূখ। আলোচনায় এছাড়াও অংশ নেয় পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, আবু তাহের, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক  নাছির উদ্দিন মিয়া ও জেলা যুব মহিলা লীগের নেত্রী ইউপি সদস্য জেসমিন আক্তার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক মাসুদ ফকরী খোকন।

 

প্রধান অতিথির বক্তব্যে  মেয়র শহিদুল ইসলাম শাহীন বলেন, উন্নয়নের পথে হাটছে দেশ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগ সরকারের মাধ্যমে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। এর অগ্রগতি বাড়াতে   মহিলা কর্মীদের অনন্য ভূমিকা রাখতে হবে।।

Be the first to comment on "মিরকাদিমে পৌর যুব মহিলা লীগের কর্মি সম্মেলন"

Leave a comment

Your email address will not be published.


*