শিরোনাম

মিরকাদিমে ইজতেমা নিয়ে মুসল্লীদের সাথে মতবিনিময় সভা

 

আইরিন আক্তার : মিরকাদিমে জেলা ইজতেমা নিয়ে স্থানীয় মুসল্লীদদের সাথে  মতবিনিময় সভা হয়েছে। শনিবার সকালে মিরকাদিম পৌর কার্যালয় প্রাঙ্গণে এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড. মৃনাল কান্তি দাস, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলম মজুমদার, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, সহকারী কমিশনার লিটন কুমার ঢালী, ডিআই১ মো: নজরুল ইসলাম, সদর থানার ইনচার্জ মো: আলমগীর হোসেন, ডিবি ওসি মো: ইউনুস আলী, ইজতেমা কমিটির সভাপতি মো: ফজলুল হক, মো: সিরাজুল হক চৌধুরী ও মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল মাহমুদ প্রমূখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদ মাদরাসার ইমাম  মুয়াজ্জিন, প্রেসক্লাবের সাংবাদিকগন ও পৌর কাউন্সিলরবৃন্দ।   আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মিরকাদিম পৌর কার্যালয় সংলগ্ন ৪ টি মাঠে জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে  লাখোর  মুসল্লী অংশ গ্রহন করবেন।  সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে চাদরে ঢাকা থাকবে ইজতেমা এলাকা। ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার আওতায় রাখা হবে ইজতেমা এলাকা। আলোচনার পূর্বে অতিথিবৃন্দ ইজতেমার মাঠ সমূহ পরিদর্শণ করেন।

Be the first to comment on "মিরকাদিমে ইজতেমা নিয়ে মুসল্লীদের সাথে মতবিনিময় সভা"

Leave a comment

Your email address will not be published.


*