জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের দরগাবাড়ি এলাকায় আগুনে পুড়ে গেছে মাদবর মার্কেটের সাতটি ব্যবসা প্রতিষ্ঠান। অগ্নিকান্ডের এই ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার পরিমান ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
শনিবার ভোর পাঁচটার সময় অটোরিক্সার গ্যারেজ থেকে আগুনের সুত্রপাত হয়। পরে গ্যারেজের পাশে থাকা, ওয়ার্কসপ, ওষুধের দোকান, রড সিমেন্টের দোকানসহ হার্ডওয়্যারের দোকানে আগুন ছড়িয়ে পরে।
এলাকাবাসী আগুন নিভাতে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনা স্থলে এসে, আধা ঘন্টা চেষ্টা করে ভোর ছয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রন আনে। গ্যারেজের অটোরিক্সার ব্যাটারী বিস্ফোরণ ঘটে আগুন লাগে বলে মার্কেট কর্তৃপক্ষ জানান।
munshigonj24
শেয়ার করুনঃ
Be the first to comment on "দরগাবাড়ি আগুনে পুড়ে গেছে মাদবর মার্কেটের ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান, ৪০ লাখ টাকা ক্ষতির আশংকা"