শিরোনাম

মুন্সীগঞ্জে ইজতেমার প্রস্তুতি সভা

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ইজতেমার প্রস্তুতি বিষয়ক এক সভায় ইজতেমা আয়োজক কমিটি ও সাংবাদিকদের সাথে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় করলেন পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম)।

বুধবার বেলা ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম)। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার ৪টি মাঠ জুড়ে তিনদিনব্যাপি জেলা ইজতেমা শুরু হবে। এই ইজতেমাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নজরদারি। পুরো ইজতেমা মাঠ থাকবে সিসি ক্যামেরার আওতাধীন।

 

এদিকে মাঠ পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক বলেন, ‘৬টি উপজেলা থেকে প্রায় ১লক্ষ লোক জমায়েত হবে। এতে মুসল্লিদের কোন সমস্যা হবে না। সবধরণের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন প্রকার সমস্যা হবে না। তিনদিনের ইজতেমা শেষ করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আসাদুজ্জামান, মিরকাদিম পৌর  মেয়র মো: শহিদুল ইসলাম শাহীন, ডিআইও-১ নজরুল ইসলাম, সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসাইন, জেলা গোয়েন্দা শাখার অফির্সাস ইনর্চাজ মো: ইউনুচ আলী, শহর জামে মসজিদের ইমাম মুফতি মুহা: শহিদুল্লাহ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি   মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভকতোষ চৌধুরী নুপুর, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন সুমন, সভ্যতার আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার নাদিম মাহমুদ, এনটিভির ফটো সাংবাদিক সুমিত সুমন, ফটোসাংবাদিক রাজিব বাবু, আমির হোসেন, তানজিল হাসানসহ আরো অনেকে।

— নতুন কাগজ

Be the first to comment on "মুন্সীগঞ্জে ইজতেমার প্রস্তুতি সভা"

Leave a comment

Your email address will not be published.


*