নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জ সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা বায়তুন নূর জামে মসজিদে চুরি হয়েছে।
মসজিদের মোয়াজ্জিন আঃ রব মিয়া জানান সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এশার নামাজ আদায়ের সময় চোরের দল তার রুমের ও স্টীল আলমারির তালা ভেঙ্গে নগদ আট হাজার টাকা সহ দামি কিছু কাপড় চোপড় ও অন্যান্য জিনিস পত্র নিয়ে যায়। সব সময় মসজিদের দানের অনেক টাকা আগে এখানে রাখা হতো কিন্তুু ঐদিন বেশি টাকা ছিলনা,
মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম মাদবর জানান এর দু বছর আগেও এই মসজিদ থেকে বড় ইমাম সাহেবের রুমের তালা ভেংগে নগদ পাচ হাজার টাকা সহ একটি দামি মোবাইল ফোন নিয়ে যায় সক্রিয় চোর সিন্ডিকেট। এর আগে পাশের গ্রামের ব্যবসায়ী দোকান হতে একাধিকবার হাজার হাজার লাখ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এই বিষয়ে প্রশাসনের সহযোগিতা চান এলাকাবাসী।
Be the first to comment on "পঞ্চসারে বায়তুন নুর জামে মসজিদে চুরি"