স্টাফ রিপোর্টার : টঙ্গিবাড়ী উপজেলার সোনারং পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এসপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন হয়েছে। সোমবার বিকালে উদ্বোধনী খেলায় অাবদুল্লাপুর ইউনিয়ন একাদশ হাসাইল বানারী ইউনিয়ন একাদশকে ৪–০ গোলে পরাজিত করে।
এ সময় খেলার উদ্ধোধন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ ২ অাসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। এতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান কাজী ওয়াহিদ প্রমূখ।এতে টঙ্গীবাড়ি থানার ইনচার্জ মো: ইয়ারদৌস হাসান সভাপতিত্ব করেন। এছাড়াও প্রশাসনের ব্যক্তিবর্গ ,রাজনীতিক সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় অসংখ্য দর্শকের সমাগম ঘটে। ৬রটি উপজেলার এসপিকাপ টুর্নামেন্টকে ঘিরে বইছে আনন্দ উল্লাস।
Be the first to comment on "টঙ্গীবাড়িতে এসপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন"