স্টাফ রিপোর্টার : রামপালের দক্ষিন দেওসার গ্রামে শীতকালিন মোবাইল কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার উদ্ধোধন হয়েছে। রবিবার রাতে ধলাগাঁও বন্ধু মহল আয়োজিত এই খেলার উদ্ধোধন করেন ক্রীড়া সংগঠক মো: রুমান দেওয়ান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল যুব উন্নয়ন ফোরামের সভাপতি আতিকুর রহমান ফারুক, সহ-সভাপতি সায়ের হোসেন শাওন, টুর্নামেন্ট কমিটির সভাপতি মো: সোহেল শেখ, মুন্সীগঞ্জ শিশু সংসদের সভাপতি মাহবুব আলম জয়, মো: রুবেল, মো: লিয়ন,মো: আশিক ও মো: রাকিবসহ অন্যান্য ব্যক্তিবর্গ। উদ্ধোধনীতে খেলেন ধলাগাঁও বন্ধু মহল ও দক্ষিন দেওসার বন্ধু পরিষদ। এতে দক্ষিন দেওসার বন্ধু পরিষদকে হারিয়ে জয়ি হয় ধলাগাঁও বন্ধু মহল। খেলায় মোট টি ১৮ টিম অংশ গ্রহন করে।
Be the first to comment on "রামপালে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার উদ্ধোধন"