রানা মাসুদ : টঙ্গীবাড়ির পুরা ডি.সি উচ্চ বিদ্যালয় মাঠে টঙ্গীবাড়ি উপজেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। শনিবার সকালে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
টঙ্গীবাড়ি উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক ডা: আবু ইউসুফ ফকির, টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইয়ারদৌস হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, পুরাডিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজুল হক, মেহবাহউদ্দিন বাহার, ডা: আমেনা খাতুন তানিয়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক ডা: রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হাসান, সমাজ কল্যান সম্পাদক মো: সজীব প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালন করেন মাহবুব আলম জয়। এতে নাক কান গলা, গাইনি, মেডিসিনসহ বিভিন্ন বিষয়ে ৭শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরন করা
হয়।
Be the first to comment on "টঙ্গীবাড়িতে বিনামূল্যে ৭শ রোগিকে চিকিৎসা সেবা"