মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা গ্রামে রোববার রাত ৭টার দিকে মোবাইল চুরিকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ৫ নারীসহ ২০ জন আহত হয়েছে। এ সময় ৫-৬টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আহতদের মধ্যে মহসিন মাদবর (৩৮), আব্দুল বাতেন (৪৫), মো. জুয়েল (৩৫), আব্দুর রহিম (৩৩), আল-আমিন (৩৪), মুন্না (২১), বিথী আক্তার (১৮), আজিজ মাদবর (৪০), রুমা বেগম (৩০), সোহেল (৩০), রুবিনা বেগম (৩১), রোজিনা আক্তার (৩০)-কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপাল ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রউফ জানান, রামপাল ইউনিয়নের দক্ষিণ পানহাটা গ্রামের আয়নাল মাদবরের ছেলে ইমন মাদবরকে মোবাইল চুরির অপবাদ দেয় উত্তর পানহাটা গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে জনি গং। এই নিয়ে রোববার বিকেলে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিচার সালিশ করে বিষয়টি মিমাংসা করে দেয়ার কথা ছিলো। কিন্তু সালিশ না হওয়ায় উত্তর পানহাটা গ্রামের সিদ্দিক তালুকদার তার ছেলে জনি, তোফাজ্জল তালুকদারের ছেলে ওয়াসিম ও আবু তালুকদারের ছেলে ওয়াসিম ও খালেক তালুকদারের নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী রোববার রাত ৭টার দিকে দক্ষিণ পানহাটা গ্রামের মাদবর বাড়িতে সশস্ত্র হামলা চালায়। এ সময় বাড়ির নারীসহ অন্তত ২০ জন আহত হয়। অনেকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষ। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী বাচ্চু শেখ জানান, মোবাইল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধ মিমাংসা করে দেয়ার জন্য মিমাংসার উদ্যোগ নেয়ার আগেই উত্তর পানহাটা গ্রামের তালুকদার বংশের লোকজন দক্ষিণ পানহাটা গ্রামের মাদবর বংশের নারী-পুরুষের উপর হামলা চালায়।
munshigonj24
Be the first to comment on "রামপালে মোবাইল চুরিকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় নারীসহ আহত ২০"