রুপগঞ্জ ভোলাব তদন্ত কেন্দ্র ইনচার্জ মোঃ সেলিম মিয়াকে অপহরণ খুন ও গুম মামলার রহস্য উদঘাটন করার জন্য নারাঞ্জনগঞ্জের পুলিশ সুপার মো: মঈনুল হক পিপিএম নগদ অর্থ,ক্রেষ্ট ও সনদপত্র পুরষ্কার প্রদান করেছেন। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইনের কল্যাণ সভাস্হলে অক্টোবর 2017 মাসে রুপগঞ্জ থানার মামলা নম্বর 11 (09)17 এর ভিকটিম মনিরকে অপহরণ করে খুনের পর মৃত্যুদেহ গুমের রহস্য উদঘাটন করা সহ মুল আসামি গ্রেফতার করে বিজ্ঞ আদালতে কার্যবিধি 164 ধারা মতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করায় তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
Be the first to comment on "পুরষ্কার পেলেন ইন্সপেক্টর সেলিম মিয়া"