মুন্সীগঞ্জে বিশ্বসাহিত্য কেন্দ্র গুরুতপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। জেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সক্রিয় ভূমিকা সংগঠকবৃন্দ কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার সংগঠনটির মুন্সীগঞ্জের লাইব্রেরিয়ান ত্রিদীপ অধিকারী সংগঠনের সংগঠকদের নাম প্রকাশ করেন। তা পাঠকদের জন্য তুলে ধরা হলো।
1.আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্র সাংস্কৃতিক সংঘ। সংগঠক – রাজ মল্লিক।
2.ধলেশ্বরী সাংস্কৃতিক সংঘ। সংগঠক:মাহবুব আলম জয়।
3.তারুণ্যের সমাবেশ সাংস্কৃতিক সংঘ। সংগঠক : মাহমুদুল ইসলাম শ্যামল, কনিকা পাথার অশ্রু।
4.সভ্যতা ও শিক্ষা সাংস্কৃতিক সংঘ। সংগঠক: রফিকুল ইসলাম।
5.প্রজন্ম বিক্রমপুর সাংস্কৃতিক সংঘ। মোঃ কাজল।
6.শাপলা সাংস্কৃতিক সংঘ। সংগঠক : মোঃবিপ্লব।
7.ঊষা সাংস্কৃতিক সংঘ। সংগঠক :মোঃ জসীমউদ্দিন।
8.সোনার তরী সাংস্কৃতিক সংঘ। সংগঠক : মি :হৃদয়।
9.বেগম রোকেয়া সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ। সংগঠক : আনিকা।
10.শেষের কবিতা সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ। সংগঠক:নীলা আফরোজ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে সরব বিশ্বসাহিত্য কেন্দ্র, সংগঠকদের নাম প্রকাশ"