: লিওনেল মেসি! যার একক প্রচেষ্টায় ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু কাকতালীয়ভাবে ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলের ব্যবধানে পরাজয় বরণ করে দলটি। সমস্যাটা তখনই শেষ হয়ে যেত যদি স্প্যানিশ পত্রিকা লা রাজোন মেসিকে নিয়ে বিক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ না করত। আর এতেই ক্ষেপে যান ফুটবল যাদুকর। এমনিতেই বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের বেদনা তার ওপর তাকে নিয়ে পত্রিকার নেতিবাচক প্রতিবেদন।
কি ছিল সেই প্রতিবেদনে? বিশ্বকাপে হেরে যাওয়ার পরও মেসি সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ায় পত্রিকাটির সাংবাদিক অ্যালফোনসো উসসিয়া লিখেছিলেন, ফাইনালে শক্তিবর্ধক ওষুধ (ডোপ) নিয়েছিলেন খুদেরাজ। পাশাপাশি তিনি এও লিখেছিলেন, আর্জেন্টাইন অধিনায়ক একজন অলস খেলোয়াড়। তাই তার হাতে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার মানায় না।
এমন মানহানিকর সংবাদ প্রকাশের পর ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করেন মেসি। এতে অ্যালফোনসো উসসিয়া ও লা রাজোন’ এর সম্পাদক ফ্রান্সিসকো মারহুয়েন্দাকে ৭২ হাজার ৭৮৩.২০ ইউরো বার্সা সুপারস্টারকে দিতে বলেন বার্সেলোনার প্রাদেশিক আদালত। এরই মধ্যে সেই টাকা পেয়েছেন ফুটবল যাদুকর। তবে সেটা তিনি নিজের পকেটে পুরেননি। দান করে দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে যুদ্ধাহতদের নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডার্স’কে।
এক বিজ্ঞপ্তিতে মেসির ম্যানেজমেন্ট কোম্পানি জানায়, ‘বেসরকারি সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সকে সব অর্থই দান করেছেন ভিনগ্রহের ফুটবলার। আরো যোগ করা হয়, ভবিষ্যতে সম্মানহানি হয়, এমন সব ধরনের মিথ্যা ও ভুল অভিযোগের বিরুদ্ধে নিজেকে রক্ষা করবেন তিনি।’
গেলো বছর ওই মানহানির মামলায় জিতেছিলেন মেসি। তখনই তিনি মামলা জয়ের অর্থ ফ্রান্সের বেসরকারি সংস্থাটিকে দেয়ার সিদ্ধান্ত জানান। তবে এ মামলা গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত। এরপর গেলো ১৭ মাস ধরে স্থগিত ছিল এর প্রক্রিয়া। শেষ পর্যন্ত এর সমাপ্তি হলো বৃহস্পতিবার। বার্সেলোনার রায়ের সঙ্গে সম্মতি জানিয়ে ওই প্রকাশিত সংবাদকে ‘অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক’ বলেছে স্পেনের সর্বোচ্চ আদালত।
ডক্টরস উইদাউট বর্ডার্সে ৩০ হাজার লোক কাজ করেন। যাদের অধিকাংশই ডাক্তার, নার্স ও স্যানিটেশন বিশেষজ্ঞ। যারা যুদ্ধবিধ্বস্ত ঝুঁকিপূর্ণ এলাকায় আর্ত-মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। পাশাপাশি উন্নয়শীল দেশগুলোতেও মহামারি আকার ধারণ করা কোনো রোগের প্রকোপের সময় কাজ করছেন। এ সংস্থার ৯০ শতাংশ তহবিল আসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দান থেকে।
Be the first to comment on "মামলায় জেতা টাকা দান করলেন মেসি"