মাহবুব আলম জয় : আল্লাহর মসজিদ পৃথিবীর অনন্য শান্তির স্থান। সভ্যতার সন্ধানে অনেক মসজিদই প্রাচীন জনপদ মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্যের এক নিদর্শনাময় স্বাক্ষী বহন করছে । মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাধীন বৌলতলী ইউনিয়নের এই মসজিদের নাম পূর্ব ধারার হাট জামে মসজিদ। তবে স্থানীয় সকলের নিকট এটি লাল মসজিদ হিসেবে বেশ পরিচিত। এই এলাকার পুরাতন ও প্রথম মসজিদ এটি। স্থানীয়দের তথ্য থেকে জানা যায় ব্রিটিশরা দেশ ত্যাগ করার পরের বছর অর্থাৎ ১৯৪৮ সালের প্রথম দিকে টিনসেট দিয়ে মসজিদটি তৈরি করা হয়। পরবর্তীতে ১৯৯১ সালে জাপান প্রবাসীদের অর্থায়নে তৎকালিন আঃ কাদের চেয়ারম্যানের মাধ্যমে মসজিদটি পাকা বিল্ডিং করা হয়। মসজিদের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন এ,কে,এম ইসরাইল। এতে এক সাথে প্রায় ৩শ মুসল্লি জুম্মা নামায আদায় করতে পারেন। মসজিদ কমিটির যুগ্ম সাধারান সম্পাদক তাজুল ইসলাম রাকীব সভ্যতার আলোকে জানান “আমাদের লাল মসজিদ খ্যাত এই মসজিদটি রাস্তার মোড়ে হওয়ায় জুম্মারদিনে অনেক মুসল্লি হয়। মসজিদের সামনে ঈদগাহ মাঠ, পাকা ঘাটা ও বিশাল পুকুর রয়েছে। মসজিদের সহ সভাপতি মোঃ আউয়াল সারেং বলেন, আমাদের মসজিদটি দৃষ্টি নন্দিত। ইসলামের ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে পূর্বধারার হাট জামে মসজিদ।
— সভ্যতার আলো
Be the first to comment on "লৌজংয়ের পূর্বধারার হাট জামে মসজিদ"