জায়গা করে নাও
-মোঃশহীদুল্লাহ্
জীবের সেরা শ্রেষ্ঠ তোমরা,,,
শ্রেষ্ঠ মহা জ্ঞানী….!
শিক্ষা দানে মহতের কাছে,,,
প্রজন্ম থাকে ঋনী…!
শিক্ষক গণ তোমার শিক্ষা,,,,
ধ্যানে করো দান….!
চিরতরে হারিয়ে গেলেও,,,,
থাকবে তোমার মান…..!
হিন্দু,মুসলিম,খ্রিষ্টান,বৌদ্ধ,,,,,
অন্য জাতীও ন-য়…..!
মানব বলেই শিক্ষা সম্মান,,,,
বিলিয়ে দিতে হয়….!
আমরা শিশু আমরা কিশোর,,,,
আমরা যুবর দল…!
শিক্ষা গুনে গুণী জনদের,,,
আমরা-ই দিবো বল…!
জ্ঞান ভাঙ্গিয়ে গুনের দ্বারায়,,,,
বিবেকে বিলিয়ে দাও…!
চির তরে আলোয় ভূবনে,,,,,
জায়গা করে নাও…!
Be the first to comment on "মো: শহীদুল্লাহর একটি কবিতা"