স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জে বিভিন্ন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি এবং শিশুদের জন্য শিক্ষামূলক একটি অনুষ্ঠানের অংশ হিসেবে মিরেশ্বরাই প্রতিভাবান সংগঠনের উদ্যোগে মীনা বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নয়াঁগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে মীনা বাছাই পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন দৈনিক সব্যতার আলো সম্পাদক মঅর নাসিরউদ্দিন উজ্জ্বল। বিশেষ অতিথি ছিরেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, নয়াঁগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ সুলতানা,বিদ্যানিকেতন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এস এম ফায়িম ইসলাম, আয়োজক
সংগঠনের সভাপতি মোঃ সুমন মিয়া, সাধারণ সম্পাদক:রমজান হোসেন,সহ সাধারণ সম্পাদক:মাসুম রানা, সিনিয়র সদস্য মোঃহুমায়ূন কবির,ক্রীড়া সম্পাদক মাহিম সহ অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় ভট্রাচার্য্যবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিদ্যানিকেতন প্রি-ক্যাডেট স্কুল ,পঞ্চসার আইডিয়েল ইনিস্টিটিউট, মালিপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইদ্রাকপুর২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহন করেন।
Be the first to comment on "মুন্সীগঞ্জে মীনা বাছাই শুরু"