মাহবুব আলম জয় : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শ্রেষ্ঠ যুব সংগঠক পুরুষ্কার পেয়েছেন সোহরাব আলী দেওয়ান কালচারাল সোসাইটির সভাপতি মাহবুবুর রহমান বাবু। বুধবার সকালে শ্রীনগরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তাকে এই পুরষ্কার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মো: মোমিন আলী, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, শ্রীনগর আওয়ামীলীগ নেতা মো: তোফাজ্জল হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ। এর আগে নানামূখী সামাজিক কর্মকান্ডে তিনি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ২০০৯ সালে জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক, ২০১০ সালে চেতনায় একাত্তর সম্মননা ও ২০১৩ সালে আলোর প্রতিমা সম্মানা সম্মানে ভূষিত হন। মাহবুবুর রহমান বাবু ব্যক্তি উদ্যোগে শ্রীনগরে গড়ে তুলেন সোহরাব আলী দেওয়ান স্মৃতি সংসদ পাঠাগার।
Be the first to comment on "শ্রীনগরে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরষ্কার পেলেন বাবু"