শিরোনাম

হৃদয় ছুঁয়ে যায় শুভ্র বেলি

 

মাহবুব আলম জয় :পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ফুল ভাল বাসে না। পছন্দের এ ফুলের নাম বেলি। বেলি ফুল সারাদেশে কমবেশি বিদ্যমান।  বেলি  সাদা রঙের তীব্র সুগন্ধযুক্ত ফুল। এর মিষ্টি ঘ্রাণ পুষ্পপ্রেমিদের হূদয় ছুঁয়ে যায়। মালা গাঁথার বিশেষ উপযোগী এই ফুলটি আমাদের দেশে অত্যন্ত পরিচিত। ধবধবে সাদা বেলির আদি নিবাস ভারতীয় উপমহাদেশে।  গুল্ম জাতীয় এই গাছের উচ্চতা এক মিটারের মতো।  পাতার মধ্যে ছোট ছোট অসংখ্য ফুল থোকায় থোকায় ফুটে বেরোয়। আইরিন আক্তার বলেন,বেলি আমার খুব পছন্দের ফুল। সাদা ধবধবে বেলি তার সৌন্দর্যে সকলকে মুগদ্ধ করে। গোধূলিলগ্নে এ ফুল ফোটে এবং পরদিন দুপুরেই ঝরে যায়। মাঝের সময়টুকু মিষ্টি ঘ্রাণে চারপাশ ভরিয়ে রাখে। বিভিন্ন অনুষ্ঠানে গয়নার পাশাপাশি বেলির ব্যবহার দেখা যায়। আয়ুর্বেদিক রূপচর্চায় এই ফুলের জুড়ি মেলা ভার! বাসাবাড়ি কিংবা অফিসে শোভাবর্ধক হিসেবে এই উদ্ভিদ লাগানো হয়। বেলি ফুলের ঘ্রাণে অনেকে আকৃষ্ট হয়ে থাকে। বিভিন্ন অনুষ্ঠান ও বিয়েতে মেয়েদের খোঁপায় বেলি ফুল শোভাবর্ধন করে। মুন্সীগঞ্জে বেলি ফুলের গাছ খুব বিদ্যমান।

Be the first to comment on "হৃদয় ছুঁয়ে যায় শুভ্র বেলি"

Leave a comment

Your email address will not be published.


*