সালাহউদ্দিন সালমান: মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা জনসেবা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার ৩০ শে অক্টোবর শ্রনীনগর উপজেলার কেয়টখালী গ্রামের লাবনী আক্তারের সন্তান জন্মদানের তারিখ ছিল। প্রসবব্যথা উঠলে তাকে সন্ধ্যা ৭ টায় নিমতলা হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে তিনি সন্তান প্রসব করেন। এ সময় গর্ভে সন্তানের মৃত্যু হয়েছে বলে জানান ডাক্তাররা।
মৃতে্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপতালে আসলে হাসপতাল কতৃপক্ষের সাথে তর্ক-বিতর্ক শুরু হলে সিরাজদিখান থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে এলাকাবাসী হাসপতাল কতৃপক্ষকে ৬৫ হাজার টাকায় মিমাংশা করে। হাসপতাল মালিক জাহিদ বলেন,বাচ্চা তার গর্ভেই মারা গেছে,৬৫ হাজার টাকার কথা জানতে চাইলে বলেন,এলাকার গন্যমান্য ব্যাক্তিরা এটা মিমাংসা করেছে।
সিরাজদিখান থানার এস আই হারুন বলেন,আমাদের কাছে কোন অভিযোগ দেয়নি দু‘পক্ষই সামাজিক ভাবে মিটমাট করেছে ।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: দুলাল হোসেন বলেন, বাচ্চাটি জরায়ুতেই মৃত ছিল যেহেতু একটি পক্ষের সন্দেহ ছিল সেই ক্ষেত্রে ময়না তদন্ত করা উচিত ছিল।
— মুন্সীগঞ্জ ২৪
Be the first to comment on "সিরাজদিখানে ‘ভুল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ, ৬৫ হাজার টাকায় সমাধান"