শিরোনাম

সিরাজদিখানে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

” ক্রীড়া-মানব সেবা-সংস্কৃতি, বন্ধন তরুণ সংঘের মূলনীতি ” এই স্লোগান কে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরেও মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা মডেল উচ্চবিদ্যালয় মাঠে। বন্ধন তরুণ সংঘ আয়োজিত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ উদ্বোধন হয়েছে।

উদ্বোধন করেন, ইছাপুরা ইউনিয়ন চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডা, আব্দুল মতিন হাওলাদার। প্রদান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান জননেতা মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লতব্দি ইউ.পি চেয়ারম্যান, এস. এম. সোহরাব হোসেন, জৈনসার ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, কোলা ইউনিয়ন চেয়ারম্যান, মীর লিয়াকত আলী ও ইছাপুরা মডেল উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন।

 

সভাপতিত্ব করেন বন্ধন তরুণ সংঘের সভাপতি, মোহাম্মদ মনির খান।খেলায় অংশগ্রহণ করেন মালখানগর ইউনিয় একাদশ ও ইছাপুরা ইউনিয় পরিষদ খেলায় এক এক গোলে ড্র হলে ট্রাইবেকারে মালখানগর বিজয়ী হয়। ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন বন্ধন তরুণ সংঘের, সভাপতি,মোহাম্মদ মনির খান ও উপদেষ্টা সুমন মিয়া ও সুখন চৌধুরীটুর্নামেন্ট টি নভেম্বর মাস জুড়ে চলবে।

— মুন্সীগঞ্জ ২৪

Be the first to comment on "সিরাজদিখানে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন"

Leave a comment

Your email address will not be published.


*