মুন্সীগঞ্জ-ঢাকা রুটে আবারও বিআরটিসি এসি বাস সার্ভিস চালু হয়েছে। রোববার বিকেলে ফিতা কেটে বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। এর আগে দুইবার বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েও রুট পার্মিটসহ ঢাকায় স্টপেজ স্থাপন নিয়ে জটিলতার কারণে বন্ধ হয়ে গিয়েছিল।
বিকেলে লঞ্চঘাট সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়। উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হারুণ অর রশীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুজ্জামান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল, পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, বিআরটিসির ব্যবস্থাপক আশরাফুল ইসলামসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ। উদ্বোধনের পর বাসস্ট্যান্ড থেকে প্রথমবাসের যাত্রী হয়ে স্থানীয় সংসদ সদস্য,জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সবাই প্রথম বাসের যাত্রী হয়ে তারা এক কিলোমিটার দূরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে থামেন।
বিআরটিসি কতৃপক্ষ সুত্রে জানাযায়, মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নারায়নগঞ্জের চাষাড়া হয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভার হয়ে ঢাকায় গুলিস্তান আহাদ পুলিশ বক্সের পাশে গিয়ে থামবে। পুলিশ বক্সের সামনেই ঢাকার স্টপেজ থাকবে। এদিকে মুন্সীগঞ্জ থেকে ঢাকার বাসভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। প্রথম পর্যায়ে ৫৬ সিটের ৮ টি বাস দিয়ে সার্ভিস শুরু করা হয়। এরপর চাহিদা অনুসারে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে বাস কর্তৃপক্ষ জানিয়েছেন।
স্থানীয়রা জানান, মুন্সীগঞ্জ-ঢাকা রুটে এতোদিন নন এসি দুটি পরিবহনের বাস দিয়ে পরিবহন সেবা প্রদান করে আসছিল। উন্নত বাস সার্ভিসের অভাবে এই জেলার মানুষ নানা দুর্ভোগের শিকার হয়ে আসছিল।
Be the first to comment on "মুন্সীগঞ্জে আবারও এসি বাস সার্ভিস উদ্বোধন"