আপন খবর
মাহবুব আলম জয়
মানব,
এত বড়াই,কিসের লড়াই
কিসের এত লোভ
কেন এমন হও উতলা
কিসের এত ক্ষোভ….
কিসে তোমার হয় উত্থান
কিসে হবে পতন,
সেই বাসরী ভুলে তুমি
কাকে করলে আপন।
নিজসত্তা চিনলে তুমি
চিনতে আপন বাড়ি
কত লাগে ক্ষণের তরে
অর্থকরি নারী।
মানব,
সমন জারির আগে তবে
নাও হে আপন খবর
চোখ বুজিলে সব অ
ন্ধকার
চোখ বুজিলে কবর।
Be the first to comment on "মাহবুব আলম জয়ের কবিতা আপন খবর"