শিরোনাম

মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত, মানুষের ঢল

 

স্টাফ রিপোর্টার,আলোকিত মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ পালিত হয়েছে। শনিবার সকালে এই   উপলক্ষে বিশাল  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে কমিউনিটি পুলিশিং ডে তে মানুষের ঢল জনস্রোতে পরিণত হয়। জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত বিশাল র‌্যালিতে অংশ নেন বিভিন্ন বয়সী নারী পুরুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক সাংবাদিকবৃন্দ ও জনপ্রতিনিধিগন।

সকাল ৯ টায় জেলা পুলিশ লাইন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে  আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস । অনুষ্ঠানের উদ্বোধন  করেন পুলিশ সুপার মোহাম্মদ. জায়েদুল আলম পিপিএম। এ সময় মুন্সীগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের  সভাপতি প্রবীর কুমার গাঙ্গুলী’র সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এ.কে.এম. শওকত আলম মজুমদার, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মীর মাহফুজুল হক, সিভিল সার্জন মো: হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান,প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর গাজী মো. তাওহিদুজ্জামান, মুন্সীগঞ্জ পৌরসভার হাজী মো: ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, মুক্তিযুদ্ধা  এম এ কাদের মোল্লা, শ্রমিকলীগ সভাপতি এটিএম দেলোয়ার দেলোয়ার হোসেন, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ প্রমূখ। সভায় সন্দ্রাস, মাদক, বাল্যবিবাহ ইভটিজংয়ে বিরুদ্ধে সকলকে কাজ করার আহবান জানানো হয়। এবং মাদক মুক্ত সমাজ গঠনে ঐকবদ্ধ হয়ে কাজ করার কথা ব্যক্ত করা হয়।

Be the first to comment on "মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত, মানুষের ঢল"

Leave a comment

Your email address will not be published.


*