আইরিন আক্তার : মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠন অাগমনী সাহিত্য পাঠ্যাভাসের আয়োজনে চিত্রাংকন ও সংগীত প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে রামগোপালপুর এসো স্বপ্নগড়ি বিদ্যালয়ে এই পুরুষ্কার বিতরনে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের লাইব্রেরিয়ান ত্রিদীপ অধিকারী। এতে আগমনী সাহিত্য পাঠ্যাভাস কেন্দ্রের সভাপতি রাজ মল্লিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা জাহানারা রনি, মুন্সীগঞ্জ শিশু সংসদের সভাপতি মাহবুব আলম জয়, দীনু দাস, সাইদুর রহমান, মো: রাব্বি ও রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জন প্রতিযোগীকে পুরুষ্কার প্রদান করা হয়। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে আগমনীর পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান"