মাহবুব আলম জয় : সন্ত্রাস,মাদক ও জঙ্গীবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সদরের রামপালে প্রগতি সংঘ সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্ধোধন হয়েছে। বুধবার বিকালে রামপাল হাইস্কুল মাঠে উদ্ধোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। খেলার উদ্ধোধন করেন মিরকাদিমের পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন। খেলায় মোট ৬৪ টিম অংশ নেবে। উদ্ধোধনীতে খেলেন মুন্সীগঞ্জ তাপস স্মৃতি সংসদ ও দক্ষিন দেওসার এ এস আর এম টিম। এতে টাইব্রেকারে ২ গোল করেন মুন্সীগঞ্জ তাপস স্মৃতি সংসদ। এবং ৩ গোল করে বিজয়ী হন দক্ষিন দেওসার এ এস আর এম টিম। টুর্নামেন্ট কমিটির সভাপতি আলী আহমেদ রাসেলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়নের চেয়ারম্যান মো: বাচ্চু শেখ, এড. সালমা হাই টুনি, রামপাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: জাহাঙ্গীর হাসান, বাংলাদেশ খোখো ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো: ফারুক ঢালী, জেলা যুবলীগের সদস্য মো: জালালউদ্দিন রাজন, রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামূল হক সাইফুদ্দিন, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য মো: আলী আজগর বেপারী, মো: মতিউর রহমান ঢালী, টুর্নামেন্ট কমিটির সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান হাওলাদার প্রমূখ।খেলাটি নক আউট পদ্ধতিতে পরিচালিত হয়। আলোচনায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সকলকে খেলাধুলায় এগিয়ে আসার আহবান জানান অতিথিবৃন্দ
।
Be the first to comment on "রামপালে প্রগতি সংঘের ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্ধোধন"