আইরিন আক্তার : সদরের রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শতাধিক মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মাঝে মিরকাদিম পৌর মেয়র কর্তৃক বিনামূল্যে বিদ্যালয়ের পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা। রিকাবীর বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক শিক্ষা ও আইসিটি উপসচিব মোহাম্মদ হারুন অর -রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান, জেলা শিক্ষা অফিসার মোঃ ফরিদুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালন করেন মাসুদ ফকরী খোকন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরর প্রধানগন উপস্থিত ছিলেন
।
Be the first to comment on "মিরকাদিমে ৩শ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পোশাক বিতরণ"