ডেস্ক নিউজ : মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেদিনী মন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর হামলাকারীদরে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেেছ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯ থেকে ১০ টা পর্যন্ত এক ঘন্টাব্যপী বিদ্যালয়রে ভবনের সামনে ঢাকা মাওয়া মহা সড়কের উপর শিক্ষক শিক্ষার্থী ও বিদ্যালয় বিভাগের কমিটির যৌথ উদ্যোগে এ মানববন্ধ অনুষ্ঠতি হয়ছে।
গতকাল ২২অক্টোবর রবিবার সন্ধ্যায় বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম (রুবেল) মাওয়া বাজার মাঠ এলাকায় দুবৃত্তদের ধারালো অস্ত্র ও হকিষ্টেটের আঘাতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, র্কমর্কতা-র্কমচারী উপস্থিত ছিল।
বিদ্যালয় প্রধান শিক্ষক মানববন্ধনে তার বক্তব্যে হামলাকরীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ছেনে।
খবর পেয়ে লৌহজং থারার ওসি মোঃ আনিচুর রহমান মানববন্ধনে ছুটে আসেন তিনি জানান আসামীদের দ্রত গ্রেফতার করার যথাযথ চেষ্ঠা চলছে।
এ সময় মেদিনী মন্ডল ইউনিয়ন চেয়ারম্যান হাজী আশরাফ হোসেন খান তীব্র নিন্দার সাথে বলেন এ ঘটনার সাথে যরিত দের কাউকে এক বৃন্দু পরিমান ছাড় দেয়া যাবেনা কারন একজন শিক্ষকের উপর হামলাকারী দেশের ও সমাজের খুনীদের চেয়েও জঘন্যতম ব্যক্তি ।অন্যতম এ অন্যায়ের ব্যাপারে জ্ঞানীদের নীরবতাই ধ্বংসের কারণ, পৃথিবীর সবচেয়ে বড় শাস্থি দেয়া হউক তাদের আইনের আওতায় এনে।
Be the first to comment on "লৌহজংয়ে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন"