শিরোনাম

মানবাধিকার কমিশনের সম্মেলনে অ্যাটর্নি জেনারেল

 

বাংলাদেশ মানবাধিকার কমিশনের মুন্সীগঞ্জে বিএইচআরসি ঢাকা দক্ষিণ অঞ্চলের মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শহরের জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মানবাধিকার কমিশন জেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, মানবাধিকার কমিশন দেশ ও জাতির মঙ্গলে অগ্রসর ভূমিকা পালন করে থাকে। মানবাধিকার নিশ্চিত করার ফলে দেশের মানুষের অধিকারগুলো প্রধান্য পায়। এছাড়া ধর্ষণে ঠেকাতে সাংবাদিকদের ভূমিকাও রয়েছে ব্যাপক। মিডিয়ার মাধ্যমেই দেশবাসী নারীদের নানান অবস্থা সম্পর্কে অবগত হয়ে থাকে। মিডিয়ার প্রচার এবং মানবাধিকার কমিশন দেশের অগ্রযাত্রায় গুরুত্ব বহন করে থাকে।

 

বাংলাদেশ মেডিক্যাল কলেজের শিক্ষক সমিতির সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএইচআরসি’র সভাপতি অধ্যাপক আবু ইউসুফ ফকিরের সভাপত্বিতে প্রধানবক্তা হিসাবে ছিলেন, জাতীয় সংসদ সদস্য, সংরক্ষিত আসনের এড. হোসনে আরা বেগম বাবলী, ঢাকা দক্ষিন বিভাগ গভর্ণর কুতুব উদ্দিন আকসির, নরসিংদী জেলা সভাপতি মঞ্জুর এলাহি প্রমূখ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বিএইচআরসি’র প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।

 

বিডি২৪লাইভ

Be the first to comment on "মানবাধিকার কমিশনের সম্মেলনে অ্যাটর্নি জেনারেল"

Leave a comment

Your email address will not be published.


*