শিরোনাম

মুন্সীগঞ্জ জেলার পটভূমি

 

জেলার পটভূমি

ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহআলমের কাছ থেকে ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানী লাভ করেন। এই দেওয়ানী কে প্রথম রাজস্ব প্রশাসন হিসেবে অভিহিত করা যায়। সে সময় মুন্সিগঞ্জ ঢাকা জেলার অংশ ছিলো। ১৭৬৯ খ্রিস্টাব্দে মিঃ মিডেলটন স্বাধীনভাবে রাজস্ব প্রশাসন পরিচালনা করতে থাকেন। তিনি সর্বোচ্চ জমিদারি ডাককারীদের অনুকূলে মহাল গুলো লিজ দিয়েছিলেন। এদিকে লিজপ্রাপ্ত জমিদারগণ আবার সাব লিজ দিতে থাকলেন। স্বাভাবিকভাবেই রাজস্ব প্রশাসনে বিশৃঙ্খলা দেখা দেয়। ১৭৭৬ থেকে ১৭৮১ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাদেশিক কাউন্সিল কাজ করে।

 

ঢাকা কালেক্টরেটের আওতায় ১৯৪৭ সালে মুন্সিগঞ্জ মহকুমা সৃষ্টি হয়, জনাব কে এস এইচ চৌধুরি ইপিসি এস মুন্সিগঞ্জের প্রথম এসডিও ছিলেন। জনাব চৌধুরী ২২-০৮-১৯৪৭ থেকে ১৭-০৭-১৯৪৯ পর্যন্ত এসডিও পদে দায়িত্ত পালন করেন। ১৯৮৪ খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলা ঘোষণা করা হয়। এর আগে জেলার প্রশাসনিক কাজ নিয়ন্ত্রিত হতো ঢাকা থেকে। মুন্সিগঞ্জের প্রথম জেলা প্রশাসক জনাব মোঃ শফিকুল ইসলাম। তিনি এ জেলায় ০১-০৩-১৯৮৪ থেকে ১৯-০৬-১৯৮৪ পর্যন্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।

— মুন্সীগঞ্জ ২৪

Be the first to comment on "মুন্সীগঞ্জ জেলার পটভূমি"

Leave a comment

Your email address will not be published.


*