শিরোনাম

শ্রীনগরে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

 

আরিফ হোসেন: শ্রীনগরে পরিত্যক্ত লাগেজের ভেতর থেকে এক অজ্ঞাত পুরুষের অর্ধলগিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল ৫ টার দিকে উপজেলার সিংপাড়া-তন্তর সড়কের সুফিগঞ্জ এলাকার একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানায়, বিকাল চারটার দিকে কচুরী-পানা দিয়ে ঢাকা লাগেজটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। কাছে গিয়ে দেখা যায়, লাশটি ফুলে উঠায় লাগেজের চেইন ফেঁটে গেছে এবং সেখান থেকে দুর্ঘন্ধ বেরুচ্ছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে শ্রীনগর থানায় নিয়ে আসে। পুলিশ জানয়, লাশটি আনুমানিক ৪০/৪৫ বছরের কোন পুরুষের। তার পরনে চেক লুঙ্গি ও হাফ হাতা সাদা গেঞ্জি রয়েছে। নীল রংয়ের একটি লাগেজের ভেতর লাশটি জুট কাপড় দিয়ে ঢাকা ছিল। লাশের গায়ে পচন ধরায় ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে অন্য কোথাও হত্যা করে দুবৃত্তরা সুযোগ বুঝে লাশটি এখানে ফেলে গেছে।

মুন্সীগঞ্জ ২৪

Be the first to comment on "শ্রীনগরে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*