তোমার হাসি
————————-
দিন কেটে যায় তোমায় ভেবে
রাত কাটে না মোটে
যখন তোমার হাসির কলি
কল্পনাতে ফোটে।
ঠোঁটে তোমার তিলক আছে
কানে সোনার দুল,
আউলা কেশে উদাস মনে
ছাড়ো খোপার চুল।
চুলও তোমার রেশমি কালো
রোদের ছোঁয়ায় হাসে,
রোদের সাথে আড়ি হলে
মেঘের দেশে ভাসে।
চোখ তোমার কাজল কালো
প্রেমের ছবি আঁকা
মধ্য রাতের স্বপ্নগুলো
করে আঁকাবাঁকা।
মিটিমিটি হাসি তোমার
প্রাণে তোলে সুর,
যেই সুরেতে জ্যোৎস্না ঝরে
গড়ে সমুদ্দুর।
Be the first to comment on "মেহেদি হাসান হিমেলের একটি কবিতা"