মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ধীপুর ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় দুইটি ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন দুইটির উদ্বোধন করেন।
মাদ্রাসা প্রাঙ্গণে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভূতু, সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের ভাইস এমিলী পারভীন, ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, টঙ্গীবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির খান প্রমুখ।
মুন্সীগঞ্জ ২৪
Be the first to comment on "টঙ্গীবাড়ীতে মাদ্রাসা ভবনের উদ্বোধন"