শিরোনাম

রামপালে ফ্রি চিকিৎসা ক্যাম্প

 

স্টাফ রিপোর্টার:  মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল হাতিমারায় ফ্রি হার্ট ও মেডিকেল ক্যাম্প হয়েছে। শুক্রবার দিনব্যাপি ডা: মো: সিরাজুল ইসলাম ও মরহুম হাজী খালেক স্মরণে শেখ আমানউল্লাহ আমান সমাজ কল্যাণ সংসদ ও পাঠাগারের উদ্যোগে সহস্রাধিক রোগিকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃনাল কান্তি দাস এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন,রামপাল ইউপি চেয়ারম্যান মো: বাচ্চু শেখ। সংগঠনটির সভাপতি এড. সালমা হাই টুনির সভাপতিত্বে অরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো: আবু তাহের ,হারুন অর রশিদ, শেখ আমানউল্লাহ আমান সমাজ কল্যান সংসদ ও পাঠাগারের সাধারন সম্পাদক মনিরুজ্জামান রিপন, ডা: নাজমুল হাসান রন্টি, ডা: মো: রুবাইয়াত ইসলাম।   আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো: আবু তাহের মিয়া,মো: হারুন অর রশিদ,আঞ্চলিক শ্রমিক সভাপতি আবুল কাশেম,  জেলা পরিষদ সদস্য গোলাম রসূল সিরাজী রোমান ও  কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আপন দাস প্রমূখ । এতে দিনভর  হৃদরোগ,মেডিসিন,শিশু,গাইনী,পুষ্টি ও খাদ্য,সার্জারী,কার্ডিয়াক সার্জারী ও অর্থোপেটিকসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হয়।

Be the first to comment on "রামপালে ফ্রি চিকিৎসা ক্যাম্প"

Leave a comment

Your email address will not be published.


*