স্টাফ রিপোর্টার: দেশের সুনামধন্য সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন রোগে রোগাক্রান্ত রোগীদেরকে বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে আগামি শুক্রবার ১৩ অক্টোবর সারা দিন ব্যাপি ফ্রি মেডিকেল টিম অনুষ্ঠিত হতে যাচ্ছে রামপালে। হাতিমারা শেখ আমানউল্লাহ আমান সমাজ কল্যাণ সংসদ ও পাঠারগারের আয়োজন হৃদরোগ,মেডিসিন,শিশু,গাইনী,পুষ্টি ও খাদ্য,সার্জারী,কার্ডিয়াক সার্জারী ও অর্থোপেটিকসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হবে। এতে আগ্রহীগনের জন্য রেজিষ্ট্রেশন করা হচ্ছে। শেখ আমানউল্লাহ আমান সমাজ কল্যাণ সংসদ ও পাঠাগারের সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান রিপন বলেন, সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের চিকিৎসা প্রদানে আমাদের এই আয়োজন করা হয়েছে।
Be the first to comment on "রামপালে ফ্রি চিকিৎসা ক্যাম্প হতে যাচ্ছে"