শিরোনাম

মুন্সীগঞ্জে কিডস ওয়ার্ল্ড ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের এককালিন বৃত্তি প্রদান

 

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জে কৃতি মেধাবী শিক্ষার্থীদের এককালিন বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে কিড্স ওয়ার্ল্ড ক্লাবের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ হারুন অর রশিদ। আয়োজক কমিটির সাধারন সম্পাদক মো: আয়নাল হক স্বপনের সভাপতিত্বে অঅন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মো: কাউসার আহমেদ, কাউন্সিলর নার্গিস আক্তার, সংগঠক মো: গোলাম সারোয়ার  ফারুক, মুন্সীগঞ্জ শিশু সংসদের সভাপতি মাহবুব আলম জয়, মুন্সীগঞ্জ যুব রেড ক্রিসেন্টের যুবপ্রধান সাইদুর রহমান শাওনসহ সংগঠনের সদস্যবৃন্দ । এ সময় সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ শিক্ষার্থীদের হাতে দুই হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা  প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক সায়লা ফারজানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সুশিক্ষায় শিক্ষিত  হয়ে মানব কল্যাণে কাজ করতে হবে। এবং বিভিন্ন সংগঠনকে সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসার আহবান জানান।

Be the first to comment on "মুন্সীগঞ্জে কিডস ওয়ার্ল্ড ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের এককালিন বৃত্তি প্রদান"

Leave a comment

Your email address will not be published.


*