শিরোনাম

মুন্সীগঞ্জে বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার

 

ডেস্ক : মুন্সীগঞ্জ সদর উপজেলার ফুলতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। সন্ধ্যায় সদর থানায় প্রেসব্রিফিং করেন অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন সাংবাদিকদের বিদেশী পিস্তল গুলিসহ আসামীদের বিষয় ব্রিফ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত মঞ্জুর মোর্শেদ, অপারেশন সাইফুল ইসলাম সবুজ, এস. আই মোজাম্মেল, এস.আই সিরাজুল ইসলাম, এস.আই আলিম প্রমুখ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার ফুলতলা এলাকায় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এ.এস.আই মো: ফখরুল ইসলাম, এস.আই শাখাওয়াত হোসেন, এসআই সিরাজুল ইসলাম ও এএসআই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালানো হয়। উক্ত অভিযানে ফুলতলা এলাকার সামসুল ইসলাম (২৫) এর কোমর থেকে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ফুলতলা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে সামসুল ইসলাম (২৫) ও তার সহযোগী মৃত রহমত উল্লাহর ছেলে ছানোয়ার হোসেন (২৪) কে গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন উপস্থিত সাংবাদিকদের জানান, তাদের বিরুদ্ধে আরো মামলা থাকতে পারে। তদন্ত করে বিষয়টি বলা যাবে। রাজনৈতিক কোন পরিচয় পাওয়া যায়নি। চর এলাকায় মার্ডারের সাথে জড়িত থাকার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

Be the first to comment on "মুন্সীগঞ্জে বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*