শিরোনাম

ফুলে ফুলে প্রজাপতি

 

মাহবুব আলম জয় :  মহান সৃষ্টিকর্তার সৃষ্টির অন্যতম সৌন্দর্য পতঙ্গ হলো প্রজাপতি।    প্রজাপতি মানে রং বেরঙের পতঙ্গের ছবি। প্রজাপতি মানে দেখা মাত্রই মনে আনন্দ বয়ে যায়। সকলের পরিচিত প্রজাপতি মধু আহরণে ফুলে ফুলে উড়েই এদের সময় কাটে। আমাদের  চারপাশে অসংখ্য সুন্দর সুন্দর পাখাওয়ালা এসব পতঙ্গের দেখা মেলে, অনেক সময় আমাদের চোখকে ফাঁকি দিয়ে আমাদের সামনে দিয়েই উড়ে চলে যায় প্রজাপতি। তথ্যসূত্রে জানা যায় প্রজাপতি হচ্ছে Lepidoptera বর্গের এক ধরণের পতঙ্গ পৃথিবীর বুকে যাদের আবির্ভাব ঘটেছিল প্রায় ৪০ থেকে ৫০ মিলিয়ন বছর পূর্বে Eocene ইপোকে।

সমগ্র পৃথিবীতে প্রায় ২০০০০ প্রজাতির প্রজাপতির দেখা মেলে এর মধ্যে আমাদের দেশে IUCN Red List এর তথ্য অনুযায়ী ৩০৪ প্রজাতির প্রজাপতি পাওয়া গেছে।

উইকিপিডিয়া পড়ে জানা যায়  প্রজাপতির জীবনচক্রের চারটি ধাপ শেষ হতে প্রায় এক মাস সময় লাগে অর্থাৎ এরা সাধারণত এক মাস বাঁচে। ফুলে ফুলে রং বেরঙের প্রজাপতি দেখতে যেমন সকলের মন কাগে তেমনি ভালো লাগে। আসুন সৃষ্টিজগতে এরকম প্রাণীগুলোর সৌন্দর্য হতে জীবনে আনন্দ উপভোগ করি।

সভ্যতার আলো

Be the first to comment on "ফুলে ফুলে প্রজাপতি"

Leave a comment

Your email address will not be published.


*