শিরোনাম

মিরকাদিমে দূর্গা প্রতিমা বিসর্জন, সনাতন ধর্মীয়দের ঢল

 

স্টাফ রিপোর্টার : মিরকাদিমে দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়েছে। শনিবার রাতে কাঠপট্টি লঞ্চঘাট ইচ্ছমতি নদীর পাড়ে বির্সজন অনুষ্ঠানকে ঘিরে ছিল সনাতন ধর্মীয় মানুষের ঢল। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃনাল কান্তি দাস এমপি, মিরকাদিমের পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন,    রামপাল ইউনিয়নের চেয়ারম্যান মো: বাচ্চু শেখ, হাতিমারা পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর হোসেন  জেলা পরিষদ সদস্য মো: আরিফুর রহমান,   জেলা    বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, কমলাঘাট হরিসভা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুশান্ত, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আপন দাস, পৌর ছাত্রলীগ সভাপতি খালেদ রকি ও মেয়র কন্যা সামরিন সোহানা সহ সকল কাউন্সিলরবৃন্দ। এ সময় মিরকাদিমের সকল মন্দিরের দুর্গা প্রতিমা বিসর্জন দেয়া হয়।  পরে আলোচনায় অংশে নেন এড. মৃনাল কান্তি দাস ও মেয়র শহিদুল ইসলাম শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মাসুদ ফকরী খোকন।

 

Be the first to comment on "মিরকাদিমে দূর্গা প্রতিমা বিসর্জন, সনাতন ধর্মীয়দের ঢল"

Leave a comment

Your email address will not be published.


*