শিরোনাম

মুক্তারপুরে কেরাম খেলার নামে জুয়া মাদকের আসর

 

স্টাফ রিপোর্টার: খেলাধুলা যেখানে বিনোদন হিসেবে হওয়ার কথা সেখানে মুক্তারপুরে কেরামবোর্ড খেলার নামে প্রতিনিয়ত জুয়া ও মাদকের আসর হওয়ার অভিযোগ রয়েছে। সদরের মুক্তারপুর পান্না সিনেমা হল সংলগ্ন কেরামবোর্ড খেলার কক্ষে গেম প্রতি বাজি ধরে জুয়া খেলা হয়। এবং এখানে মাদক বিক্রয়ের স্পট হিসেবে ব্যবহার হয় বলে জানা যায়।  ব্যবসাটির মালিক মো: জাকির মিয়া জুয়া খেলা হিসেবে খেলাটি চালানোর জন্য একাধিক কর্মিও রেখেছেন। এদিকে এখানে খেলতে আসেন মাদকাসক্ত অনেকেই। এতে করে প্রায় খেলাকে কেন্দ্র করে ঝগড়া সংঘর্ষ হওয়ার ঘটনা ঘটছে। অভিযোগ রয়েছে কেরামবোর্ড  দোকানের মালিক জাকির হোসেন দূর থেকে আসা অনেকে খেলতে এলে তাদের সাথে খারাপ আচরন করেন। খেলতে আসা যুবক রানা বলেন, এখানে যে খেলার নামে জুয়া হয় জানতাম না। একটি সিন্ডিকেট রয়েছে যারা অপর পক্ষকে কেরাম গেম প্রতি জুয়া খেলতে উদ্ধুদ্ধ করেন। এই বিষয়ে জানতে চাইলে কেরামবোর্ড দোকানের মালিক জাকির মিয়া বলেন, এখানে এখন জুয়া খেলা হয় না। যদি পারেন তবে কেরাম খেলা বন্ধ করে দিন। কেরাম খেলার নামে জুয়া ও মাদকের আসর বন্ধ পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী।

Be the first to comment on "মুক্তারপুরে কেরাম খেলার নামে জুয়া মাদকের আসর"

Leave a comment

Your email address will not be published.


*