মাহবুব আলম জয় : কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের মায়া মমতা। আর কত শিশু নির্যাতনে প্রাণ হারালে এই অমানুষ নামক বাঙালীদের ঘুম ভাঙবে। ময়মনসিংহ, গাউছিয়া মৎস ফার্মে সাগর মিয়া (১৬) এক শিশু হয়তো পানির পাম্প চুরি করতে গিয়য়েছিলেন তাই বলে কি তাকে মেরে ফেলতে হবে নির্যাতন করে। কেন সে এই কাজ করতে যাবে। হয়তো- অতি দারিদ্র্য, মাদক কিংবা বেকারত্বের জন্য চুরি করতে চেয়েছে। আমরা জানি ৩৭৯ ধারায় সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত জেল অথবা জরিমানা অথবা দুটাই হতে পারে চুরির শাস্তি। কিন্ত হত্যভাগা সাগরের ভাগ্য তাও জুটেনি। খুঁটির সাথে বেঁধে রড আর লাঠি দিয়ে বারবার আঘাত করা হয়েছে তাকে। জ্ঞান থাকা অবস্থায় পানি খেতে চাইলেও দেয়া হয়নি। মানুষ গুলো কেন এতো নিষ্ঠুর হয়ে যাচ্ছে। চুরির হয়নি চেষ্টা করাতেই মেরে ফেলা হল। ক্ষমা চাই, প্রার্থনা করি প্রভূ এরকম স্বাধীনতা কাউকে দিও না। যেখানে চুরির চেষ্টায় সাগরদের প্রাণ হারাতে হবে। ওদের ধিক্কার জানাই আর প্রতিবাদের ভাষায় এই মানুষ মানবের পশুদের সর্বোচ্চ বিচার চাই।
লেখক : সভাপতি, মুন্সীগঞ্জ শিশু সংসদ
Be the first to comment on "কোথায় গেল মায়া মমতা, সাগর আমাদের ক্ষমা করো"