জাতীয় সংসদের সাবেক হুইপ ও সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে এ দেশ সকলের। যার যার ধর্ম সে সে নিরবচ্ছিন্নভাবে পালন করবে। কেউ কাউকে ধর্ম পালনে বাধা দেবে না। ‘ধর্ম যার যার উৎসব সবার। এই রীতিতে আমরা বিশ্বাস করি। আমরা সকলে সকলের উৎসবে আনন্দ করি। মিলেমিশে ভাগ করে নেই আনন্দ-বেদনা। আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, মুসলমান সকলে মিলেই যুদ্ধ করে স্বাধীন করেছি এই বাংলাদেশ। সকলে মিলেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় অক্লান্ত কাজ করে যাচ্ছেন। শুক্রবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভ্যতার আলো
Be the first to comment on "এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ॥ এমিলি"