মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্রলীগ নেতা আসিফ হাসান হত্যা মামলার প্রধান আসামিদের নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার কোলা ইউনিয়নের গৌরিপুরা গ্রামে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রায় ১৫টি মোটরসাইকেলের বহর নিয়ে মহড়া দিয়েছেন। ওই হত্যা মামলার ২ ও ৩ নম্বর আসামি যথাক্রমে ইয়ামিন ও রফিকুল ইসলামকে এ সময় তাঁর সঙ্গে দেখা গেছে।
এ ঘটনায় উপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বিস্ময় প্রকাশ করে বলে, আসিফ হত্যার বিচার দাবিতে উত্তাল সমাবেশে মহিউদ্দিন আহমেদ জোরালো বক্তব্য দেন। তখন হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে এখন তাদের নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে তিনি এলাকাবাসীকে কী বোঝাতে চেয়েছেন? মামলার অভিযুক্ত আসামিদের নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে তিনি এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে।
তবে উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, ‘কোলা ইউনিয়নের একটি অনুষ্ঠানে গিয়ে আসিফ হত্যা মামলার আসামিদের দেখতে পাই। আমি তাদের কখনো আশ্রয়-প্রশ্রয় দিইনি। আমি নীতিতে অটুট আছি। ’
—-;কালেরকন্ঠ
Be the first to comment on "মুন্সীগঞ্জে আসামিদের নিয়ে চেয়ারম্যানের মহড়া"